মৃত্যু পরবর্তী এক বাই-সাইকেল
রাহুল গঙ্গোপাধ্যায়
১
মরচে পড়া পেন্ডুলামের সূত্র অনুযায়ী
নাড়ি কাটার যৌনগত দায় কেবল পুরুষঘটিত।
কেচ্ছা ও পেন্সিল স্কেচে যৌবনা মহাপুরুষ
টায়ার ফাটল।আশঙ্কা বাড়ে।সিস্মোগ্রাফিক্স।
চায়ের গ্লাসে চাঁদ-ডুবুরীর গ্রাহকযন্ত্রী পালাগান।
চ্যারিটেবল বিদ্রোহ ছোঁড়া শিশুটের লিঙ্গে
পরবর্তী মোম-পুরুষের চ্যাটিচ্যাট বালি।
অ্যান্টিক্লক ওয়াইজে ফিরছে ঘুনপোকারা।
২
অরাজনৈতিক এজলাসে ১-ক্রিস্টাল ফুলদানী
চিনামাটির ঘোড়সওয়ারের সাথেই তুলনীয়।
কারন - আমরা X ফর্ম বলতে ওটুকুই বুঝি।
যে সমস্ত জুয়ালামুখী কুটকুট - পিঠ চুলকায়
ডিজনি ল্যান্ডের প্যাঁকপ্যাঁক থেকে নির্বাচন অবাধ।
জ্বালানী মশকরায় আলোছায়া শেড্ অ্যান্ড শেড্।
আম পাবলিকের গা উপচে : পচাগলা ডাইনোসর।
অতিরিক্ত বেগ আবার যাদের বেশী : মৃত্যুকূপ ফাঁদ
ছিঁড়ে উপবৃত্তীয় এনার্জি সংরক্ষনে তারাই রাখেল্।
আদপে একগাদা জোনাকিপোকার প্রতিআক্রমন।
গুনেগুনে ১২টা পলাশ।গুমখুনে ছিটকানো লাভা।
৩
হাহুতাশ মরুভূমিতে কুড়ুল-কোপ পড়লে
ফুলেলু কাঁটাদের লং-জার্নি & পিঁপড়েদের সারি।
এসব নিয়ে বিধানসভায় কথা নেই।অথচ বন্ধ চোখে
ঝিঁঝিঁপোকার দায় - মাফিয়া চোরা-ইঙ্গিত।
রিয়েলি বলছি মাইরি : সেতুবন্ধনে কাঠই ১-মাত্র___
ফিল ইন দি ব্ল্যাংকস্ ও নৈর্ব্যক্তিক প্রশ্ন.......
ব্যাখাজনীয় গাছ ছেঁড়ার রাজকীয় মানসিকতা???
গাছ - গাছ।ফুল - ফুল।বীজ - বীজ।
ভাঙা বোতামের আকর স্পর্শে : মা চাইলে
আমরা এইবেলা নিরাপদ হাজার ওয়াট রহস্য।
লিখে ফেলি কিশোরী গাছ ধর্ষিতা হবার পর
খুনজনিত অ্যাবস্ট্রাক্ট তদন্ত।
খবর পড়ছি FM (ধ্যুর এলোপাথাড়ি উল্লাস)
৪
গতানুগতিক শবযাত্রায় ভাঙাচোরা শ্মশান-বোতাম
২-আঙুলের ফাঁক দিয়ে চাঁদচূড় মাতাল বুলেট
ছিটকে যাওয়া রেডিয়াস্ ব্যবচ্ছেদে
লরেল অ্যান্ড হার্ডি অথবা চার্লি চ্যাপলিন
সেই____টুপি।ছড়ি।ছাতা।লুকিয়ে ফেলা রেইনকোট
উপকূলবর্তী আবহাওয়ায় শুকনো ঘাম
পোষাক খুলে নৃত্যরত অর্ধনগ্ন আধপোড়া ফানুস
ভিকটিম শুধুমাত্র ভিকট্রি ল্যাপ
সম্ভ্রান্ত বেশ্যার সম্ভ্রম
এখনো রাজনৈতিক ভুল
ইতিহাস পেরিয়ে গিয়ে তামার পয়সায় বেচা
বরাহমিহিরের মঙ্গল-অভিযান
জারজ সমুদ্র ভাসে - পিদিমের আলাদিন তেল
৫
এ পর্যন্ত চিঠি বা ঠিকানায় অপর্যাপ্ত অসুখ
অসুখী ধারাপাত মূলরোম ধরে চলে - ভিজতনু
সিলেবাস ছেড়ে ঋতুগ্রস্ত ধান
রাত ১১-টার পরে ফোন করলে / হয় সরাসরি প্রেম
মরফিন মৈথুন বালিকায় বিবাহ নেকলেস্।
প্রমাণ করতে পারি না।অসৎ অববাহিকায় রাহুল
ঘূর্ণাবর্ত জুড়ে ভগ্নাংশ প্রেম কেবল কথার সুদ
নাচনী আলেয়া ঘোরে - মরুভূম আষাঢ়ী কাব্য
মরশুমি ঘোড়ার ক্ষুরের হ্রদ।
আঙুল উষ্ণ হলে - চৌম্বকীয় যাবতীয় প্রতিরোধ
অভিশপ্ত বুদবুদ কল্পনায়
৬
যদি কেউ বলে?কিভাবে অবসর সময় কাটাই
অকপট উত্তর - কবিতা বা নীল ছবির অকপটে
আসলে নীলের আলপথ বেয়ে স্তব্ধ মৌনতার জ্বালা
অবুঝে দেখি - কমলা পাপড়িতে গোটা রাত সঙ্গমে
কিভাবে চোরা ব্ল্যাকহোলস্ - গোলাপী বুদবুদ
তোমার ঠোঁটের কামড় কেন যে অস্পৃশ্য?
হতে দেয় না - অগোছালো রাতের পশমি তাঁবু?
সৎ ভাবে খুজি।বাতিল শকুনের ভাগাড়
৭
কারা কারা পাথর কেটে ছড়িয়ে দেবে মোম
মেঘ।মদ।জল।আকাশ।ব্যাস।
কাদের নদীতে স্নান ফুলেন বাঁশিতে পরাজয়
কাচ।বালি।মধূ।শব্দ।উপহার
কারা কারা গাছ কেটে খুঁজে নেবে যোনীপ্রেত
আমি।আাামিি।রোদ।রাত।ছায়া।
কেউ কেউ ডুবে যাবে ভারী কোলাহলে
মুখ।মুখ।মুখোশ।মুখোশ।সেতু-ভয়।
৮
যে সমস্ত চুমুগুলোতে সর্পিল গন্ধ
তোমার গোপনে।গোপন তাঁবুর সাবুদ।
সেখানেও স্বাদু ল্যাভেন্ডার।
ফুলফুল মৃত হলে
হেলাফেলায় এঁকে ফেলো পরবর্তী উল্কি।
অক্লেশ মাদক ঘোরে লাগিয়ে দি কবিতায় আগুন।
তারপর।না জানি কতো লাভা।ভিজছো তুমিও
প্যারালাইজড হাত জানে না
কিভাবে চুরি করলে ক্লিটোরিস
তুমিও পেতে পারো অসুখ ছোঁয়া।
মন্দিরে ছুঁড়ে মারি সীতাসতী রুদ্রাক্ষ।
ব্যর্থ ওয়েসিস।ব্যর্থ প্যারানয়েড
নক্ষত্র গপ্পো শোনায় শুকনো কামরসে।
ভাবছি এবার সমুদ্র হাতে করে
গিলে ফেলবো সাপঠোঁটের - চুমুক আনুবিশ।