ফিরোজ আখতার
নারী তোমায় বলছি ...
তোমার সতীত্বের পর্দাখানি আছে তো অক্ষুণ্ণ?
হয়নি তো প্রাক্-বিবাহ মিলনে তা ছিন্ন?
কিংবা জোরপূর্বক বলাৎকারে তা বিচ্ছিন্ন ?
সতীত্ব যে তোমার মাপকাঠি...
সেটা দিয়েই আমরা পুরুষজাতি
যুগ-যুগান্তর ধরে যে তোমায় মাপি ....
বিবাহোত্তর সতীত্ব যদি হয় লাল রক্তে রাঙা,
সে যে পরম সৌভাগ্য তোমার ...
নতুবা সবার কাছে তুমি বারেবারে পাবে শুধু ধিক্কার ৷
কুলটা রমনী তুমি, হবে সবে সোচ্চার,
অগ্নিপরীক্ষা তোমায় দিতে হবে বারেবার |
পুরুষ তোমার পুরুষত্বের পর্দাখানি আছে কি কোথায় লুকানো ?
নারীর সতীত্ব ছিন্নকারী পুরুষ তুমি নিস্পাপ কেন ?
অসতী রমনীর মতো পুরুষ তুমি
হবে না কেন অপুরুষ, ঘৃণাভারে ছিন্ন-ভিন্ন ?
No comments:
Post a Comment