।। পাঠ প্রতিক্রিয়া ।।
ধারাবাহিক প্রকাশের একাদশ বর্ষে অম্বরীশ ঘোষ সম্পাদিত `এক পশলা বৃষ্টি` যথেষ্ট নান্দনিকতার পরিচয় দিয়েছে। ধারে ও ভারে ২৮০ পাতার পত্রিকাটি অত্যন্ত সমৃদ্ধ। প্রবন্ধ বিভাগে নিম্নবর্গের সাহিত্য বিষয়ে স্বপনকুমার মণ্ডল, রণজিৎ কুমার মিত্র, সমর দেব, প্রমোদ নাথ, গৌতম গুহ রায়, মলয় পাহাড়ি, সূরজ দাশ, দেবায়ন চৌধুরী, ডঃ রাজর্ষি বিশ্বাসের মতো প্রখ্যাত প্রাবন্ধিকদের লেখা রেখেছেন। এই আলোচকেরও একটি প্রবন্ধ স্থান পেয়েছে এই বিভাগেই।
গুচ্ছ কবিতায় বিজয় দে, সন্তোষ সিংহ ও উত্তমকুমার মোদকের অসামান্য সৃষ্টির পাশাপাশি রুদ্র কিংশুক ও পীযুষ সরকার অনবদ্য। অন্য পর্যায়ের কবিতাগুলির নির্মাণও অত্যন্ত ভাল। আলাদা করে কারও নাম উল্লেখ করছি না। কয়েকটি কবিতার কিছু লাইন উল্লেখ করছি-
`সিঁড়ি ভেঙে উঠে আসা চাঁদের রেলিং, টব, তারে ঝোলানো কাপড় জানে কঠিনের ইতিহাস, মৃত নক্ষত্রের মতো অপেক্ষার কৃষ্ণগহ্বর`
`তুচ্ছের গায়ে হাত রেখে বিস্ময়কে বড় করি-/ আনন্দ বড় হয়ে যায়।`
`সেও জানে বিপর্যয়ের আগে বাঁধ দেওয়া জরুরী/ জল আর জলতল এক জিনিস নয়/ প্রবেশের আগে বুঝে নিতে হয় তার গভীরতা`
`এক পশলা বৃষ্টি` পত্রিকার এই সংখ্যা ছোট ও অণুগল্পের ভাণ্ডারও পরিপূর্ণ। তনুশ্রী পাল, সঞ্চিতা দাশ, সৌগত ভট্টাচার্য, রবিন বসু, বিপ্লব গঙ্গোপাধ্যায়, তমোনাশ দে সরকার, উত্তম চৌধুরী, রঙ্গন রায়, উজ্জ্বল আচার্য, সঞ্জয় কুমার নাগ, সোমনাথ বেনিয়া প্রমুখের গল্প এই সংখ্যার শ্রীবৃদ্ধি করেছে। ব্যক্তিগতভাবে গল্পপাঠের পাশাপাশি আনন্দিত হয়েছি সুনীল সাহা ও সুমন গোস্বামীর রম্য রচনায়। এই দুটি সৃষ্টিই অত্যন্ত সুখ পাঠ্য। প্রখ্যাত লেখক গৌরীশঙ্কর ভট্টাচার্যের ভ্রমণ কাহিনীকে স্থান দিয়ে সম্পাদক পত্রিকার মান বৃদ্ধি করেছেন।
ক্রোড়পত্র, মুখোমুখি দীর্ঘ আড্ডা, পত্রিকা ও বই আলোচনা এবং সাক্ষাৎকার বিভাগগুলিতে সম্পাদকের মুন্সিয়ানা অনস্বীকার্য। পরম শ্রদ্ধেয় অধ্যাপক অর্ণব সেনকে দিয়ে প্রখ্যাত লেখিকা তৃপ্তি সান্ত্রার বইয়ের এবং পরম শ্রদ্ধেয় রণজিৎ মালাকারের মতো মানুষকে দিয়ে লেখক অর্ণব সেনের বইয়ের আলোচনা লেখানো সম্পাদকের মাস্টারস্ট্রোক। এই বিভাগেই তরুণ অধ্যাপক জয় দাসের আলোচনা যেন অগ্রজ-অনুজের প্রকৃষ্ট মেলবন্ধন।
পত্রিকার কাগজ, মুদ্রণ ও অলঙ্করণ উন্নতমানের। সেভাবে মুদ্রণ প্রমাদ নজরে আসেনি।
সব মিলে `এক পশলা বৃষ্টি`র এই সংখ্যা উত্তরের ছোট পত্রিকা জগতে একটি উল্লেখযোগ্য সংযোজন।
আলোচক: শৌভিক রায়
No comments:
Post a Comment