Thursday, January 8, 2026


 

পৌষালী

আরাত্রিকা বন্দ্যোপাধ্যায়

আমার উত্তর খোলা জানলা,
পৌষের এই অন্তরঙ্গ দুপুরবেলা—
রোদের পিঠে আলসেমি মেখে
স্মৃতিদের সব লুকোচুরি খেলা।
পৌষের আকাশ বড্ড উদাস,
জানালা জুড়ে রোদের মায়া।
নির্জন এই মনের কোণে 
পড়ছে তোমার চেনা ছায়া।

(ছবি- শৌভিক রায়) 

No comments:

Post a Comment