#জোৎস্না
--উদয় সাহা
--উদয় সাহা
পিকনিক মুডে হুডখোলা গাড়িতে আমরা নাচি
ডিস্কো , ট্যাঙ্গো , সালসা আর বাংলা
আকাশে তখন সূর্য তার চেনা পথে হাঁটে
আমরা ইচ্ছে করেই রংরুটে।
সাইডের বডিতে ভর দিয়ে থাকে অনামিকা
তাকিয়ে থাকে সবুজের সারির দিকে
স্বপ্ন দেখে পরের জন্মে গাছ হবার
স্বপ্ন দেখে উজ্জ্বল মিটমিট আলো হবার
সন্ধ্যে নেমে আসে গাড়িতে
মনে পরে সামার অব নাইন্টি নাইন
অনামিকা স্বপ্ন দেখে জীবনের গ্রীষ্মে ফিরে যাবার
আমার ভাবনার কালি ওকে জাগিয়ে রাখে
আমার প্রতিবাক্যের শেষে ছেদ যতির মত ও
অভিব্যক্তি প্রকাশ করে
আমার শীর্ণকায় অস্ত্র আমায় স্বপ্ন দেখায় না
না দক্ষিণের না পশ্চিমের
আমি অনুসরণ করে চলি দিগন্তরেখা।
ডিস্কো , ট্যাঙ্গো , সালসা আর বাংলা
আকাশে তখন সূর্য তার চেনা পথে হাঁটে
আমরা ইচ্ছে করেই রংরুটে।
সাইডের বডিতে ভর দিয়ে থাকে অনামিকা
তাকিয়ে থাকে সবুজের সারির দিকে
স্বপ্ন দেখে পরের জন্মে গাছ হবার
স্বপ্ন দেখে উজ্জ্বল মিটমিট আলো হবার
সন্ধ্যে নেমে আসে গাড়িতে
মনে পরে সামার অব নাইন্টি নাইন
অনামিকা স্বপ্ন দেখে জীবনের গ্রীষ্মে ফিরে যাবার
আমার ভাবনার কালি ওকে জাগিয়ে রাখে
আমার প্রতিবাক্যের শেষে ছেদ যতির মত ও
আমার শীর্ণকায় অস্ত্র আমায় স্বপ্ন দেখায় না
না দক্ষিণের না পশ্চিমের
আমি অনুসরণ করে চলি দিগন্তরেখা।
No comments:
Post a Comment