আইডেন্টিটি
শৌভিক রায়
শৌভিক রায়
তোমার খুব কাছেই
মৃত্তিকারা জন্ম নিয়েছে...
মৃত্তিকারা জন্ম নিয়েছে...
কৃষিবিদেরা নানা আদুরে নামে ডাকলেও
মৃত্তিকাদের প্রভেদ ছিল না কোন,
এমনটাই জানতাম আমি,
আমার নিজের কাছে নামগোত্রহীন
এই সকল মৃত্তিকারা
জন্ম দিয়েছিল দৈত্যকুলে প্রহ্লাদকে,
আবার কখনো রক্তবীজকে...
মৃত্তিকাদের প্রভেদ ছিল না কোন,
এমনটাই জানতাম আমি,
আমার নিজের কাছে নামগোত্রহীন
এই সকল মৃত্তিকারা
জন্ম দিয়েছিল দৈত্যকুলে প্রহ্লাদকে,
আবার কখনো রক্তবীজকে...
মৃত্তিকাদের যেত আসতো না তাতে কিছু
জন্ম দেওয়াটাই ছিল তাদের কাজ,
লালন নয়
জন্ম দেওয়াটাই ছিল তাদের কাজ,
লালন নয়
জানার পরিধিটা এই অবধি হলে
বোধহয় কিছু অসুবিধে ছিল না,
মৃত্তিকার প্রকারভেদকে দূরে সরিয়ে
লালনের ওপর দায় চাপাতে পারতাম
বোধহয় কিছু অসুবিধে ছিল না,
মৃত্তিকার প্রকারভেদকে দূরে সরিয়ে
লালনের ওপর দায় চাপাতে পারতাম
কিন্তু মৃত্তিকারাও আজকাল
পৃথক আদুরে নামের মতো
প্রকারভেদে বিশ্বাসী
পৃথক আদুরে নামের মতো
প্রকারভেদে বিশ্বাসী
হয়তো তারাও আইডেন্টিটি চাইছে
চাইছে কোন নব্য ইতিহাস....
চাইছে কোন নব্য ইতিহাস....
No comments:
Post a Comment