Thursday, January 5, 2017

সীমারেখার বিরুদ্ধে
উদয় সাহা


পৃথিবী মানচিত্রের সীমারেখাগুলো আমাকে
বিব্রত করে।
আমার অস্বস্তি হয়
আমার বিরক্তি হয়
এই ভেবে যে আমি কিছুই জানিনা
ফ্লোরিডা থেকে আমস্টারডাম কিংবা লস এঞ্জেলস থেকে কুয়েত--
পড়ার টেবিলে গোলোক দেখে ইচ্ছে করে
এলোমেলো অগোছালো হয়ে ঘুড়ে বেড়াই
ইস্তাম্বুলের পথে পথে
কথা বলি মানুষের সাথে আমার বাঙাল ভাষায়।
কিশোরের মতন ইচ্ছে হয়
DN17 বা L238 বাসে প্যারিস পৌছাই।
এবং
একটি মাত্র ঘন নীলাকাশ
নাক বরাবর হাঁটব , সাথে থাকবে আমার ক্যানভাস।
  

No comments:

Post a Comment