মেয়েটি…
======= ফিরোজ আখতার
=============
মেয়েটি… প্রতি রাতে সেজে ওঠে যেন নব বধূ, প্রিয়তম যদি আসে, খোঁজে তারে শুধু । প্রতি রাতে ছিঁড়ে খায় কিছু নর পশু অপেক্ষা অনন্ত, তবু আশা রাখে কিছু । মেয়েটি… বুক ভরা ভালোবাসা, দেবে সে তা কাকে সব, সুখ খুঁজে ফেরে তার দেহটার বাঁকে । টলমল প্রেমের জল, পাথর চাপা বুকে পানের অপেক্ষা অসীম, অধরের চুমুকে ।
======= ফিরোজ আখতার
=============
মেয়েটি… প্রতি রাতে সেজে ওঠে যেন নব বধূ, প্রিয়তম যদি আসে, খোঁজে তারে শুধু । প্রতি রাতে ছিঁড়ে খায় কিছু নর পশু অপেক্ষা অনন্ত, তবু আশা রাখে কিছু । মেয়েটি… বুক ভরা ভালোবাসা, দেবে সে তা কাকে সব, সুখ খুঁজে ফেরে তার দেহটার বাঁকে । টলমল প্রেমের জল, পাথর চাপা বুকে পানের অপেক্ষা অসীম, অধরের চুমুকে ।
No comments:
Post a Comment