Monday, February 20, 2017

সারারাত বনবীথি ধরে
শিবু

তুমি যখন আয়না ধরলে আমার সামনে, দেখলাম
অহংকারের বাষ্পে আচ্ছন্ন আমার অবয়ব-
মার্কারির দেওয়াল ভেদ করে সে পালিয়ে গেল
মুখ লুকালো বৈকুণ্ঠপুরের শালবনেবনে ।

ভুল,ভুল, প্রকৃতির সব শিক্ষা ভুল প্রমাণিত করেছে
প্রায়শ্চিত্ত করবে বলে হাজার হাজার মাইল হাঁটে
রেললাইন ধরে- পৌঁছে যায় গজলডোবায়,
দুয়ার খুলে যায় আমারই আমার চক্ষু ভেদ করে।

মনমরা একটা বিকেল মাথায় পেতে পড়ে থাকে যত অবরোধ-
টন টন নুড়ি আর বালি ভরা শরীরে, পাশ ফিরে
শুয়ে থাকা তিস্তার পাট-ভাঙা তাঁতের আঁচলে মুখ ঢাকে

ভারাক্রান্ত সে মুক্তি পেতে হেঁটে বেড়ায় সারারাত বনবীথি ধরে।




No comments:

Post a Comment