শোকরং
নীপবীথি ভৌমিক
জলের কথা শুনেছো কি কখনও
শান্ত জলভেজা দুপুর-পুকুর ঘাটে ?
এসে বসো পাড়ের কাছে,
কান পাতো সে রঙে ,
এত, রঙিন আলোর রঙ সাজাও কেন আজ !
বরং জানালা খুলে রাখো ওই পশ্চিমের
আসুক শান্ত রঙের বাতাস ;
দেওয়াল সাজিয়ে নামুক কোনো এক শোক পাখির নিরীহ গান...
উৎসব কি শুধুই আলোর স্বর রচনা করে ?
শোক রঙেও থাকে উৎসব রঙের গভীর ঘুম শয্যা।
আসলে কি জানো,
শোক, কোনো স্তব্ধতা নয়, নিঃশব্দের এক গান
মুক্ত বৃষ্টির পথে বেজে যায় কেবল বিষাদ রঙিন সেই তান।
No comments:
Post a Comment