Wednesday, March 22, 2017

প্রেম দাও
শীলা ঘটক অন্ধকার দূর হোক সূর্যের রক্তিম আভা রাঙিয়ে দিক তোমার মুখখানি, ক্লান্ত জীবন চোরাবালিতে ডুবে যেতে যেতে শুধু তোমাকে খুঁজে খুঁজে ফেরে, হে পৃথিবী প্রেম দাও। ধুলোমাখা মলিন মুখের ফ্যাকাশে চোখ------- চায় শুধুই প্রেমটুকু পেতে। অন্ধকারে ঢাকা জীবন--- ভালোবাসা, বাজারে সাপলুডো খেলায় মত্ত। বেনোজল—গঙ্গারজল মিলেমিশে একাকার! পরিতাপে—পরিশ্রুত হোক এ জীবন হে পৃথিবী প্রেম দাও। ধূ ধূ মরুভূমির বুকে সাবানার দেখা মেলা ভার । স্বপ্নগুলো কালবাজারে চড়া দরে বেচে বাড়ি ফেরে ব্যবসায়ী ক্রুরতার হাসি হেসে। অমাবস্যার শান্ত রাতে কী ভীষণ নীরব তুমি! স্থবিরতা ত্যাগ করো একবার তোমার উদ্দীপনা দেখি একটা ঝড় উঠুক ভীষণ একটা ঝড় উঠুক। স্তব্ধতা ভেঙে উতলা হোক তোমার হৃদয় হে পৃথিবী প্রেম দাও।

No comments:

Post a Comment