Tuesday, March 14, 2017

পুস্তক পর্যালোচনা
পুস্তক- Goআ
লেখক- শৌভিক রায়
প্রকাশক- হাওয়াকল
মূল্য- 80 টাকা
আলোচক- শ্রীনারায়ণ দত্ত (অবসরপ্রাপ্ত শিক্ষক)
শ্রীমান শৌভিক রায়ের লেখা "Goআ" ভ্রমণ পুস্তিকাটি হাতে পেয়ে প্রথমেই যেটা মনে হলো -এ ধরণের ভাবনা অর্থাৎ পুস্তিকাকৃতির ভ্রমণবৃত্তান্ত বেশ অভিনবত্বের দাবী রাখে।কারণ নানা সাপ্তাহিক ,পাক্ষিকও মাসিক পত্রিকায় এধরণের বর্ণনা চোখে পড়লেও ভ্রমণমূলক পুস্তিকা একেবারে নতুন।এ ধরণের পুস্তিকা ভ্রমণ পিপাসু বাঙালিকে যেমন আকর্ষিত করবে তেমনি সংগ্রহ করার পক্ষেও সহজ বটে।পুস্তিকাটির বর্ণনার শুরুই বেশ আকর্ষক।বর্ণনায় লেখকের সাহিত্য রচনার কৌশল,উপলব্ধিবোধ এবংসহজ সাবলীলভাব যেন বেড়িয়ে পড়ার হাতছানি দিচ্ছে।আমার মতো লোকদের দুধের স্বাদ ঘোলে মেটাতে সাহায্য করে।ইতিহাস আর স্থাপত্যকীর্তির নানা তথ্য লেখকের গভীর অনুসন্ধিৎসার পরিচায়ক।নৈসর্গিক দৃশ্যের বর্ণনা যেন লেখকের উপভোগ্য মনন এবং শিল্পীসত্তার যুগলবন্দী।Goআ-র পার্বত্য পথের বর্ণনা আমার চাপা পড়া কৈশোরের তীর্থস্থান অনামী 'শিলচরের' বিপদসংকুল ইংরেজ আমলের ৩৭টি টানেল সমৃদ্ধ পার্বত্য পথের স্মৃতি উসকে দিয়েছে।সর্বশেষে সূর্যোদয়ের মণ্ত্রোচ্চারণ এক দারুণ সমাপ্তি যেন কোন এক নতুন আবির্ভাবে অপূর্ব ইঙ্গিত।

No comments:

Post a Comment