Friday, April 21, 2017

বিরহিণী  ও তার রাজপ্রাসাদ 

মন্দিরা ঘোষ

আর্নো নদী তীরে তোর আঙ্গুল  ছুঁয়েছিলাম 
কোনো  এক বিকালের আলোয়।
তাস্কানির রাজপ্রাসাদের এককোণে 
আমিই ছিলাম দেবী  ভেনাসের করুণাধন্যা হয়ে।
তোর বিভোরতায় ডেভিডের সারল্য ছিল বলে 
আজও  পাথর  হয়ে চেয়ে আছি 
তাস্কানির বুক চিড়ে জন্ম নেওয়া  রেনেসাঁর দেশে।
একবার তো ছুঁয়ে দ্যাখ  পাথরের বুক!
নবজন্ম পাক বিরহিণী আর তার রাজপ্রাসাদ!

No comments:

Post a Comment