রাহুল গঙ্গোপাধ্যায়ের কবিতা
ফসফেটিক চশমাগুড়ো ঝরছে
------------------------------ -----------------------------
শীতের সময় শীত বলি।
গরমে গরম।বর্ষায় বর্ষা।আষাঢ় নামছে হিমস্রোতে
শরীরের ঋতুগত অভিযোজনে
কয়েকটা চাঁদপোকার আপেল খুটে খাওয়া
কয়েকটা সংবিধান রাষ্ট্র প্রসবের ব্যাকরণ
ঈশ্বর আসেন।শয়তান পিছু ডাকেন
যুদ্ধ হলে : মেরুন ঘাম
যুদ্ধ হলে মেরুন ঘাম
যুদ্ধ হলে।মেরুন ঘাম।
লাল পিঁপড়ের দল নিমেষের ঘুড়ি সাফ
দাগ থাকছে অবশ শরীরেও
শব্দরূপ : রাহুল গঙ্গোপাধ্যায়
No comments:
Post a Comment