Saturday, May 6, 2017

খোঁজ
মন্দিরা  ঘোষ
কতবার নিস্তব্ধতার হিম মেখে 
পাশাপাশি  হেঁটেছি  তোর সাথে, 
মনে পড়ে!
কলেজ  গেটের অপেক্ষায়,
চৌরাস্তার ভিড়ের মাঝে,
ক্যান্টিনের আড্ডায়-
তবুও খুঁজেই গেলি শুধু?
শুধু দেখে গেলি ঘামে ভেজা কপালে
অবিন্যস্ত চুলের কারুকাজ, 
খসে পড়া আঁচলের ভাঁজে
অবাক পৃথিবীর ভাস্কর্য,
বিষাদের ঠোঁটে লেগে থাকা 
কান্নামেঘের আনাগোনা
আর একটি একটি করে
অতসীর চলে যাওয়া। 
আজও! 
একবার কাছে টানলি  না কেন
যেমন করে চাঁদ টানে 
প্রতিরাতে যুবতী নদীর বুক!


No comments:

Post a Comment