Saturday, June 24, 2017





 















মধ্যরাতের খন্ড কবিতা- ১০
       লক্ষ্মী নন্দী
                             
রোজ রোজ
রাত্রি অামাকে 
সবার অলক্ষ্যে 
দৃশ্যহীন অন্তরঙ্গ 
করে তোলে।
অামিও অন্তরালে 
তার অভিসারের
অায়ত সজিবতার------
আচ্ছন্ন  পাগলামিতে
মেতে ওঠি ।
জেগে থাকি দুজনেই
দীর্ঘ রাত। তার অাদরে
তারই গভীরতায়
তার বুকে মাথা রেখে
নিশ্চিন্তে খুঁজি  
শব্দের স্বীকারোক্তি।
অামার অাত্মমগ্নতার
অলক্ষ্যে --
সে যেন কখন এগিয়ে 
যেতে থাকে 
অবচেতন। 
রাত্রি প্রমত্ত অামি 
চমকে উঠি । 
আহ্লাদী করে নাম
ধরে বলি
হে, মধ্যরাত----
তুই, অামার সঙ্গে 
অারও অারও
দীর্ঘক্ষণ চুপিচুপি 
নির্জন নৈঃশব্দে 
নিজস্ব হয়ে থাক।।।

No comments:

Post a Comment