Saturday, June 17, 2017

"শান্তিহীন দার্জিলিং"
       ।।  স মী র ণ  চ ক্র ব র্ত্তী  ।।





থেকে থেকেই ঢাকছে ধোঁয়ায়
কারা যেন সুর চড়ায়,
শান্ত পাহাড় উতলা আজ
বুটের শব্দ ঘুম ভাঙায় ।

মুকুটের আজ গভীর অসুখ
বাতাসে আজ বারুদ ঘ্রাণ
বিপদ নামে ঝর্ণা বেয়ে
হিমেল স্রোতেও ঝরছে ঘাম।

পথের বাঁকে খাদের ধারে
একলা রেলিং মুখ লুকায়,
শৈলরানির আঁধার রাতে
কারা যেন শোক জাগায় ।

চায়ের বাগান ধূসর মলিন
থরে থরে দুঃখ সাজায়,
থেকে থেকেই কালনেমিরা
বাঙলা ভাগের সুর চড়ায়।

চক্রান্তের জাল বিছোয় কারা
কারা ঘটায় রক্তপাত ?
জাতির থেকেও বড় হল
শুধুই কেবল একটি জাত ?

মনে পড়ে, সেই ছেলেটি
বেচতো মোমো ম্যালের ধারে ?
মনমরা আজ সারাটি দিন
কাটলো কেবল অনাহারে ।

জ্বলছে আগুন
আজ,  জ্বলছে আগুন পাহাড় জুড়ে
কারা যেন সব হারায়,
বিষের বাঁশি কে বাজালো
দূর পাহাড়ের নীল চূড়ায় ।

Attachments area

No comments:

Post a Comment