অপেক্ষা
সুপ্রীতি বর্মন
আমি অপেক্ষমান নিশ্চিত আশ্বাসে অন্তহীন পথ তোমা মাঝে
আলুলায়িত কেশ নির্বিকার তব দৃষ্টির চাহনি
সমাপ্তি ব্যর্থতার দিনে নখের আঁচড়ে ফ্রেমবন্দী।
ঝাপসা স্মৃতির হাতছানি উইন্ডস্ক্রিনে present scenario
তবুও হিয়া করতলগত লালসায় তোমার সত্তা দিগ্বিদিক হারায়।
অপেক্ষারা সর্পিল আকারে জঠরে স্থান পায়
একটু করে জমতে থেকে সীমিত পরিসরে হলাম আজ গর্ভবতী।
সংযমে মুখের কোনে ঠোঁটে বাঁকা হাসি চেপে
যন্ত্রনাদগ্ধ ক্লান্ত শরীর অবস্থার দুর্বিপাক
তবুও নিশ্চিত আশ্রয়ে বিশ্বাস ভুমিষ্ঠ হতে চায়।
আমি অপারগ রন্ধ্রে রন্ধ্রে তোমার ঘ্রান।
সবটুকু শুষে অপেক্ষা কখনো আত্মতৃপ্ত গাছের পাতায়
যৌবনের সাঁকো পার্কের বৈকালিক হাওয়ায়।
সেখানে দিবারাত্র চখাচখীর মেলা
আত্মসুধা শোষনে সকলে নিমগ্ন।
জ্যোৎস্নামাখা লজ্জাবরনে পাতা অবধি নুইয়ে যায়।
ঠিক সেখানে চৌরাস্তার বাঁকে তোমার সাথে দেখা।
হাড়ভাঙা খাটুনি ছাপোষা নিত্য অফিস যাত্রী।
ক্ষনিকের এই প্রমোদ ভ্রমন বিলাসিতা।
পকেটে গড়ের মাঠ তবুও অনাবিল এই সুখ
যতটুকু পাবো শুষে নেবো তোমার প্রতি নিঃশ্বাসে।
যুদ্ধে বিবাদ দ্বন্দ্ব চিত্ত ঝড় তোলে
হাজারো প্রশ্নের ভিড়ে অচেনা মোর অস্তিত্ব।
আজ কম সে কম সদুত্তরের প্রতীক্ষার
প্রমাদে গুটিকয়েক পত্রপল্লব ক্লোরোসিসে নিগড়ে যায় রসটুকু।
সিঁদুরের ছোঁয়ার অশনি ভয় দেখায়।
দিগবধূর সীমান্ত সিঁথির পথপার্শ্বে
গোধূলির পরিত্যক্ত প্রতিস্থাপক
শুভ্র অজস্র অগনিত কাশের ভিড়।
আকাশচুম্বী আমি শ্রেষ্ঠ প্রতিমা।
আমার অঙ্গের সৌষ্ঠবকান্তির খাঁজে তোমার হাতের শিল্পীসুষমা
আমাতে প্রানপ্রতিষ্ঠায় অপারগ তব পরশের পংক্তির চরন।
যতি চিহ্ন বিরাম টানে অকালে বৈরাগী প্রেমে পাগলপারা।
ব্যর্থ প্রয়াসে আনতে আমার প্রতিরূপ।
অপেক্ষারা দিন গোনে অস্তরাগে নীরব অভিমানে নিশ্চুপ
ডুব দেয় সকলের অলক্ষ্যে দিগন্তে।
কাজল কালো আঁখি অস্থিরতার ক্রন্দনে দিকবিদিক অথৈ সমুদ্র।
অপেক্ষমান গুটি গুটি পায়ে পুনরায় ঢেউ এর ছলে
সমুুদ্র সৈকতের বক্ষ ভিজিয়ে দেবে বলে।
অপেক্ষারা খুনসুটি সোহাগে চ্ছন্নছাড়া করে তোমায়
একটু আদরের প্রত্যাশায় বালিশে চোখের কোনে জল লুকায়।
তোমার হিয়ার মাঝে অন্তহীন মোর প্রেমাষ্পদ।
অক্লান্ত মোর চলতে থাকা বিশ্বাসের রক্ষাকবচ
তোমার শরীরের স্পর্শে লেগে থাকা তাবিজ।
চাঁদ পুড়তে থাকে মেঘের আড়ালে
যার একটুখানি নিয়ে তিল সম নজরকাঠি মোর চিবুকে
এঁকে যায় অবগুন্ঠনে প্রতি রাতি।
তবুও স্বীকৃতি অবৈধ চন্দ্রমার সোহাগ
আগামী রবিরশ্মিরাগে।
গর্ভে প্রচ্ছদ আশ্রয় অপেক্ষার পুঞ্জীভূত ক্ষোভ।
প্রসব যন্ত্রনায় উদগ্র তেজ
ভূমিষ্ঠ তো হতেই হবে আমায় বিশ্বাসের আঙ্গিকে।
কিন্তু পরিশেষে বিমর্ষ মলিন ম্লান তব জন্মদান।
যখন তুমি হয়ে যেতে চাও পুনরায় কোন আগন্তুক।
আমার অপেক্ষাদের গর্ভমৃত্যু শ্রেয়।
No comments:
Post a Comment