Monday, June 19, 2017

মধ্যরাতের খন্ড কবিতা- ৯
লক্ষ্মী নন্দী
                              
এই মাত্র অামার 
বিষাদ  ভাঙ্গলো
প্রতিবন্ধী হয়ে ওঠা   
মন কে জাগিয়ে 
তুলল অন্তরের 
কার্নিভাল 
বাতিহীন জীবনকে 
ঘিরে ধরলো-শুভবুদ্ধি। 
অারো ভালো 
লাগলো,
যখন 
সমস্ত ঘুমিয়ে পড়া
বাড়িতে 
অামার ছায়া--
অনুসরন করল 
অামাকে-- 
সে মনোগ্রাহী 
সংযমী পারদর্শী হয়ে 
মিশে গেলো অামার -
স্বপ্নের ফিরেস্তায়।
অবাক   অামি 
তখন, 
অামিকে বললাম 
নির্জনতা এতো 
বিকশিত হয়ে                      
উঠতে পারে!!!
হেসে উঠলো 
মধ্যরাত।।।

No comments:

Post a Comment