Monday, July 10, 2017











স্বপ্ন 
নির্মাল্য ঘোষ 

একটার পরে একটা ঘুমের স্তর... তারপর গভীরে  তুমি,
সবুজের হাতছানি।

মনের মেঘ কেটে গিয়ে পরিষ্কার সব... স্বচ্ছ নীল আকাশ,চেতনার চৈতন্য।

চারিদিকে শান্তির বাতাবরণ,
হাজার বছরের তপস্যার লহমায় সিদ্ধিলাভ,গৈরিক রঙ।

তারপর আবার মেঘে ফিরে আসা,স্তরে স্তরে উত্তীর্ণ হয়ে, সূর্য ডাকছে।

No comments:

Post a Comment