"সম্প্রীতি"
সমীরণ চক্রবর্ত্তী
জ্বলছে আগুন বুকের ভেতর
জ্বলছে আগুন পাড়ায়
কারা যেন উত্তেজনার
পারদ শুধু বাড়ায়।
গুজব ছোটে হাওয়ার বেগে
হিংসে ছড়ায় কারা ?
কোথায় যেন থমথমে ভাব
জ্বলছে কাদের পাড়া ?
ওরা কারা ? দাঙ্গা লাগায়...
রাম-রহিমের দেশে
উটকো যত রাজনীতি সঙ
মুখ-মুখোশের বেশে ।
পড়শি আমার স্বজন সুজন
তবে কিসের ভয় ?
যারা দাঙ্গা বাঁধায়, আখের গোছায়
ধর্ম তাদের নয়।
No comments:
Post a Comment