Saturday, August 12, 2017




















নিয়ম ভাঙ্গি
মন্দিরা ঘোষ


আজ সকালটা নিয়ম ভাঙ্গার হল 
চায়ের পরিপাটিতে তোমার হাত
আমি লাল সিগনাল অগ্রাহ্য করি
বিছানা আদরে ডুবে থাকি
লক্ষীছাড়ার দলে 
এসো আজ অসময়ের আগুনে 
ঝাঁপ দেবার বাসনা করি
হাতের ভেতর হাত পুড়ে যাক

ছাইয়ের নীচে অরূপরতন খুঁজি
স্খলনের লাল নীল বেলুন ওড়াই
এসো আজ একটু নিয়ম ভাঙ্গি
আজ  একটু স্বচ্ছ  হই
আজ  চশমা খুলে কবিতা পড়ি
আজ আমরা প্রথম দিনের আনন্দ নিই
এসো প্রেমসহবাসে নিয়ম ভাঙ্গি আজ

No comments:

Post a Comment