Thursday, August 17, 2017

 আগুন পাখি
 মন্দিরা ঘোষ

পাখি তোর ডানার নীচে আগুন রাখা
ভরা শীত তোর বুকে যে মুখ লুকাবো
মেলে দে উদার পাখা মাথার ওপর
আমি যে পাথরপাহাড় হাজার বছর 

জড়তা  পায়ের তলায় চাবুক চাবুক
আমিহীন জীবন জারক চলছে ভারি
পাথরের পাহাড়  জুড়ে শীতের আসর
বাতাসে আগুনপাখির পালক খুঁজি। 

বুকে তোর আগুন আগুন হিসেব জানি
ঠোঁটে  তোর জীয়নকাঠি  লুকিয়ে রাখা
আমি  তো পাথরভাঙ্গার স্বপ্ন সাজাই
ভিতরে আগুন পোকা জ্বালিয়ে বাঁচা।

ছুঁয়ে দে জীয়নকাঠি  কমলা ঠোঁটের
খুলে যাক জ্বালামুখ  জীবন আকাশ
আগুনে ডানার তলায় স্বাধীন সকাল
আমি যে পাথরপাহাড় হাজার বছর!

No comments:

Post a Comment