ইদ এলে
আনিসুর রহমান খান
রঙিন জামা হরেক ফুল
খুকুর লাগে হুলুস্থুল
ইদ এলে তার সুখের নাচ
থাকছে পরে সকল কাজ।
রঙিন ফিতা কানের দুল
আনতে হবে আগলা চুল
লাগবে জুতো হাতের চুড়ি
চকচকে নোট লাগবে কুড়ি।
পড়বে পায়ে রূপার নূপুর
ঘুরবে খুকি সকাল দুপুর
আনন্দে তার চোখ নেচে যায়
ইদের খুশি কে তারে পায়!
No comments:
Post a Comment