আলো
রাতের আকাশ কালো গুমোট মেঘাচ্ছন্ন।
খোলা জানালা পেরিয়ে
বিছানার মন ভার করা ভাবনারা
মেশে গুমোট মেঘের সাথে।
নাভি থেকে উঠে আসা দীর্ঘশ্বাস
মিশতে চায় ভিসুভিয়াসের উন্মত্ত লাভায়।
ভোরের শিশিরে পাপডি মেলে
নাম-না-জানা জংলী ফুলেরা।
পরিযায়ী পাখিদের ডানায় ভর
করে মন পাড়ি দেয় পরদেশে।
রাতের নিস্তব্ধতায়
উষ্ণ দেহের বাসনা চায়
তৃপ্তির শীতলতা।
এসো প্রেম,
শরীরে মেশাই শরীর।
একটা মননশীল ভ্রুণ
প্রোথিত করি জঠরের উত্তাপে।
----- যে হবে এই অশান্ত পৃথিবীর
নিঃসীম অন্ধকারে এক টুকরো আলো।
No comments:
Post a Comment