" তোমায় খুঁজি "
সমীরণ চক্রবর্ত্তী
খুঁজি তোমায় নদীর তীরে
সোনার তরী একা,
ফিরে এসো প্রাণের ঠাকুর
পাইনি তোমার দেখা।
তোমায় খুঁজি শিশির ভেজা
নতুন ধানের শীষে,
ভোরের আলোয় শিউলি তলায়
সাদা কাশের দেশে।
দিবস গেলো তোমায় খুঁজে
রাত্রি হল ভোর,
তোমায় খুঁজেই কাটলো জীবন
কাটলো নাতো ঘোর।
চোখ দু'টো আজ ভরলো জলে
বাইরে তখন প্লাবন,
কুঁড়ে ঘরেই তোমায় খুঁজি
আজ বাইশে শ্রাবণ।
জানি তুমি আছো সাথেই
হৃদে তোমার সুর,
মিছেই তবু খুঁজে ফিরি
প্রাণের রবি ঠাকুর।
সমীরণ চক্রবর্ত্তী
খুঁজি তোমায় নদীর তীরে
সোনার তরী একা,
ফিরে এসো প্রাণের ঠাকুর
পাইনি তোমার দেখা।
তোমায় খুঁজি শিশির ভেজা
নতুন ধানের শীষে,
ভোরের আলোয় শিউলি তলায়
সাদা কাশের দেশে।
দিবস গেলো তোমায় খুঁজে
রাত্রি হল ভোর,
তোমায় খুঁজেই কাটলো জীবন
কাটলো নাতো ঘোর।
চোখ দু'টো আজ ভরলো জলে
বাইরে তখন প্লাবন,
কুঁড়ে ঘরেই তোমায় খুঁজি
আজ বাইশে শ্রাবণ।
জানি তুমি আছো সাথেই
হৃদে তোমার সুর,
মিছেই তবু খুঁজে ফিরি
প্রাণের রবি ঠাকুর।
No comments:
Post a Comment