Wednesday, October 25, 2017

তোর অপেক্ষায়
দীপশিখা চক্রবর্তী                      


মনের কোণে স্বপ্নগুলোর আজও আনাগোনা,
তোমায় নিয়ে বাঁধবো যে ঘর,চাঁদের ঠিকানা।
রাতের আকাশের নিস্তব্ধতা  দেয় আহবান,
নক্ষত্ররা ঝিকমিকিয়ে গায় প্রেমের গান।
প্রাণ যে আমার ব্যাকুল রাত্রি,গাঢ় নীলে মেশে,
ম্লান অরুণের আলো ছড়ায় রুপকথার ওই দেশে।
তোর ছোঁয়ায় স্পন্দিত মন শিশিরকণায় আঁকা,
হেমন্তের হাওয়ায় স্নাত শরীর ধূসর কুয়াশায় মাখা।
হঠাৎ যেন চমকে তাকাই,স্বপ্ন ধূলায় মেশে,
বাস্তবে আজ শুধু প্রতীক্ষা,তুই নেই আর পাশে।
আজও আছিস জোনাকি হয়ে,কবিতার সুরে লয়ে,
তোর হৃদয়ে থাকবো আমি বুনো ঘাসফুল হয়ে।
তোর পায়ের শব্দে আমার জোছনামাখা রাত,
খলনায়ক আজ ভোরের আলো,স্বপ্নে মেলায় সাথ।

No comments:

Post a Comment