প্রাণের শহর-----
রাখী বসাক
ছোট্ট হলুদ প্রজাপতিটা আলতো ছুঁয়ে কানে,কানে বলে গেলো নতুন শহরের ঠিকানা।
পাল্টে গেলো জীবন ধারা----
যে শহর ঘিরে একটু, একটু করে বেড়ে ওঠা, সেই আনন্দ ঘন, বেদনা সব বাক্স বন্দি করে লুকিয়ে রেখে নতুন শহরে আসা।
অমল স্মৃতির শহর পরে থাকলো পিছনে, যে শহরের ছাদ ছিলো নির্ভরতায় ঢাকা।
চারিদিক মোড়ানো ছিলো ঝকঝকে বিশ্বাস, আর আবেগ মাখা ভালোবাসা দিয়ে।
সময়ের সাথে হেঁটে হেঁটে নতুন শহরের মুখ গুলি নিজের করে নিলাম।
সুখ,দুঃখের ভাড় নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শেখা।
এলোমেলো শহরটিকে গুছিয়ে রাখা নিজের মতো করে।
একটু, একটু করে ভালোবাসতে গিয়ে আজ যে প্রাণের শহর টিকে বড্ড বেশী ভালোবেসে ফেলেছি।
No comments:
Post a Comment