Tuesday, December 5, 2017


















দীপশিখা চক্রবর্তী


কবিতায় তুমি


ব্যস্ত তুমি...
ব্যস্ত তোমার দিনলিপি

পাশেই আমার আধখোলা ডায়েরি,
সামান্য হাওয়াতেই নড়ে তার পাতা,
যেন পাখির জীবন্ত ডানা...

ওপাশেই তোমার শরীরের ঘ্রাণ,
আধখোলা,
তাও আজ অচেনা।

হিমভেজা রাতগুলো ছিল রাখা গুছিয়ে,
চেয়েছিলাম শুধুই,
তোমার খোলা বুকের উষ্ণতা।

নির্নিমেষে বারে বারে তাই আজ 
ডায়েরির পাতায়

নতুন লেখাগুলো 
যেন আবছা আঁকিবুঁকি-
হঠাৎ সারা ঘরজুড়ে তীব্র অন্ধকার...

কিছু বুঝে ওঠার আগেই নিজেকে পাই তোমার বুকের ভেতর,
পাখির ডানাগুলো ছটফট করে ওঠে তোমার হাতের ছোঁয়ায়;
অভিমানী ঠোঁটে আজ নীরব হাসি

রাত পেরিয়ে ভোর হয়

উঠে দেখি সেই আধখোলা ডায়েরি,
পাতাগুলো কেবল নতুন কবিতায় আঁকা।

No comments:

Post a Comment