সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
কবিতা
সেই সেদিন
সঞ্চিতা
দাস
লিখব কিছু পুরাণ কথা শুনতে যদি ভাল লাগে,
আষাঢ়-শ্রাবণ ঝরঝরিয়ে বৃষ্টির ওই সুর যে বাজে।
বয়স তখন বর্ষা মাফিক ছটফটানি সুর হারানো,
বর্ষা তখন রবীন্দ্রনাথ সবার গলায় সুর ঝরানো।
তখন দিনে বিকেলবেলা ঘাসের উপর জল ছেটানো,
এক চকলেট কামড়ে ভেঙে দুখন্ডেতে মন ভরানো।
সন্ধ্যেবেলায় ঘড়ির কাঁটা চলে যখন সাত ঘরেতে,
আমরা তখন উচ্চরবে ব্যস্ত সবাই বই পড়াতে।
হৈ হৈ রবে চলছে পড়া পাড়ার সবার জ্বলছে আলো,
নয়কো সেটা ইলেক্টিকের হ্যারিকেনই তাড়ায় কালো।
“বাবার কাছে পড়ব নাকো বাবা তো আর নয় মাষ্টার
লিখবে কিসে? চক তো নেই, নেই এখানে বোর্ড-ডাষ্টার”।
যখন তখন কানটা ধরে বাবা বলতেন, “পড়া কর”।
কান ছাড়িয়ে ছুটে বেড়াই, “দেখি কেমন ধরতে পারো”।
হারিয়ে
গেছে সেদিনগুলো বড় হওয়ার ঝোঁকে,
পা বাড়ালেই ভাবতে যে হয়, “কি বলবে লোকে”?
সব কিছুতে জড়িয়ে দ্বিধা “না” হয়েছে বাঁধা,
ভাবলে আগের সেসব কথা এখন লাগে ধাঁধা।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment