Sunday, November 3, 2019




সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     


 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬


মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 


সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 



কবিতা


ক্ষত

তাপসী লাহা


সমস্ত স্বরের ভেতর থেকে একশো এক নিবিড়া,

উকুনের মত দাপিয়ে বেড়ানো

রি রি করে ওঠা অসন্তোষেরা ঘায়ের কলোনী, ক্ষত দগদগে

মাত্রা ছাড়ালে সংক্রমণের পরিভাষা
তামজ নৃত্যের অহংকার,

   মৃৎ শিল্পরা নান্দনিক শ্রেষ্ঠ
    তবু ভেঙে যায়

প্রশ্ন অহরহ আঁচড়ায়,
ওরা কি কালের নিদেন পায়!
পরিধির ভেতর থেকে একাকার বিন্দুরা বৃন্তচ্যুত হয়
নাম  ও গন্ধজাত সবকটা পার্শ্বটান পাখনার মত
মীনজলে সাঁতরায়।


মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment