সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
কবিতা
আবিষ্কার
সত্তাপ্রিয় বর্মন
আমি একটা আস্ত অশ্বত্থ গাছ-
হাজার বছর ধ'রে
দূরবিন হাতে চেয়ে আছি
কখনো কলম্বাস, কখনো মার্ক পোলো,
কখনো বা দ্য গামা
আমার জাহাজ
অস্থির ঢেউয়ের সাথে লড়াই ক'রে
সৌর জগতের মাঝখানে নক্ষত্রের দিকে
চোখ রেখে একাকী দাঁড়িয়ে,
পেছনে শুয়ে আছে আমার দীর্ঘ কালো ছায়া
এককালে সে কালোত্ব আমায় ঢেকে ফেলেছিল,
সেদিন আমার নাম ছিল রত্নাকর
তারপর ইন্দ্রের সভায় আমার নাম উচ্চারিত হলে
আমি ঘটনাচক্রে জানতে পারলাম
আমার কোনো যষ্টি নেই।
উত্তপ্ত বালুর চরে দাঁড়িয়ে তপস্যারত
ঋষ্যশৃঙ্গও নিজেকে প্রশ্ন করেছিল
- আমি কে?...
আমার পদতলে ঘুমিয়ে আছে মৃত্যু
দূরবিনের আলোয় খুঁজছি
আবার একটা ভারতবর্ষ,
কোনো এক সমুদ্র সফরে পেয়ে যাব
নতুন একটা রামায়ণ।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment