সম্পাদকের কথা
দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা।
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব।
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব।
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
মুজনাই সাহিত্য পত্রিকা
হসপিটাল রোড
কোচবিহার
ইমেল ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
কবিতা
বিজয় বর্মন
নবান্ন
বিজয় বর্মন
দেশে আকাল সকাল বিকাল ,
উদর খোঁজে দানা !
হেমন্তের শীতল বাতাস ,
ভাবতে করে মানা !
উদর খোঁজে দানা !
হেমন্তের শীতল বাতাস ,
ভাবতে করে মানা !
সবুজ ক্ষেত্র সোনালী হয় ,
ফোটে হাজার ফুল !
নতুন ধানের গন্ধে বাতাস ,
ভোলায় মনের ভুল !
ফোটে হাজার ফুল !
নতুন ধানের গন্ধে বাতাস ,
ভোলায় মনের ভুল !
আঁকা বাঁকা মেটো পথটা ,
ডুবে সোনার পাতে ,
মন ছুটে যায় তাহার সাথে ,
চাঁদমনি সেই রাতে !
ডুবে সোনার পাতে ,
মন ছুটে যায় তাহার সাথে ,
চাঁদমনি সেই রাতে !
বিরহ মেশা গানে ভাষা ,
চাষার প্রাণের সুর !
মিটবে সকল আকাল অভাব ,
নবান্নে আমোদ পুর !
চাষার প্রাণের সুর !
মিটবে সকল আকাল অভাব ,
নবান্নে আমোদ পুর !
মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment