Sunday, November 3, 2019




সম্পাদকের কথা

দীর্ঘ উৎসব শেষে আবার ফেরা নিত্য জীবনে। আসলে স্থায়ী নয় কিছুই জীবন প্রবাহ ছাড়া। তাই আবারও শুরু দৈনন্দিনতা। 
উৎসবের আবহে যে সম্প্রীতি ও সৌহার্দ্য দেখেছি তা যদি সারা বছর ধরে পারি, তবে নিজেরাই লাভবান হব। 
খারাপ লাগে এই আনন্দঘন মুহূর্তেও পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দূষণের সম্মুখীন। জানিনা কবে আমাদের বোধ জাগবে, কবে আমরা বুঝতে শিখব। 
তবু হেমন্তের এই সময়ে, নবান্নের এই দেশে একটিই আশা যে, একদিন সুদিন আসবে।     


 মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬


মুজনাই সাহিত্য পত্রিকা 
হসপিটাল রোড 
কোচবিহার 
ইমেল  ঠিকানা- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা 


সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 



কবিতা

সংসার

লুবনা আখতার বানু


সং-সাজা সংসারে নারী চলে 
                          হেসে-খেলে।
জ্বালা বুকে হাসি মুখে চলে সে 
                      যে ডানা মেলে-
কষ্টেও হাসিমুখে ভালো আছি 
                                     বলে,
দায়িত্বের সাগরে তাঁর নৌকা 
                                যে চলে-
কর্তব‍্যের চাপে পড়ে করে সে
                         যে হাসফাস,
এভাবেই চলে সে যে 
                            বারোমাস।
নারীদের হস্তেই নাকি 
                 দশজনের জীবন-
আনন্দপূর্ন ও সুস্থ রাখতে সব
                                  জীবন,
ফাঁকিতে তাঁর নিজেকে সুখী 
                           রাখার পন।
এভাবেই সং-সাজা সংসারে 
                     মাতারূপী নারী,
ডানা মেলে উড়ে চলে সব 
                            বাড়ী বাড়ী।



মুজনাই সাহিত্য পত্রিকা অনলাইন কার্তিক সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment