আম্লিক
শ্যামল কুমার রায়
আবার একটা নতুন বাড়ি
নতুন করে লাগলো বকুল গাছ,
বকুল গাছের তলায় দেওয়া
আবার প্রথম প্রতিশ্রুতি।
উস্কে দেয় পুরোনো স্মৃতি -
ফেলে আসা দিন,
রেখে হাতে হাত-
জীবন যুদ্ধের অসংখ্য কথামালা।
ক্ষত বিক্ষত মনের আয়নায়
অজস্র আঁচড়ের চিহ্ন।
তৈরি করে বেদনার বিষ বাষ্প।
তোকে কিছুতেই কাছে আসতে দেয় না।
বেদনা বিধুর জীবনে শুধুই শূন্যতা
গড়ে তোলে আম্লিক ভবিষ্যত।
No comments:
Post a Comment