মিলনরাত্রি
অনিন্দিতা দাস
ইচ্ছেগুলো বেপরোয়া সেদিন তোমার আলিঙ্গনে
মিলনাপেক্ষায় উন্মুখ মন প্রতিটা প্রহর গোনে।
বুকের ভেতর ঘড়ির শব্দ আশঙ্কা প্রতি ক্ষণে,
সেদিন পূর্ণিমা রাত্রি।
ছাদে পেতেছি শুভ্র শয্যা, চুলে জুঁইয়ের গন্ধ
প্রেম এসেছে ভৈরব রাগে আকাশে পূর্ণ চন্দ্র।
দীপ নিভু নিভু ,এসো , দরজা কোরো না বন্ধ
বাতাসে করুণ আর্তি।
অঙ্গে জড়িয়েছি বালুচরি, মৃদুমন্দ ছন্দে নূপুর ধ্বনি
রবীন্দ্রনাথের গানে সুর মিশিয়ে আমি বেদনা কিনি।
আসতে হবেই এ পথে তোমায় বঁধু নিশ্চিত জানি
ওগো তিমিররজনী যাত্রী।
বহুযুগের অপেক্ষা শেষে পূর্ণিমার স্বপ্নঘেরা রাত
অভিমান নেই , আর নেই কোন বাদ- প্রতিবাদ।
তোমার স্পর্শ শরীরে জড়িয়ে কবিতা করব পাঠ
এসেছে দ্বারেতে ভিক্ষাপ্রার্থী।
No comments:
Post a Comment