হিলভিউ
বিজয় বর্মন
মেঘেদের মলাটে পাহাড় ঢেকেছে ,
খেয়ালী ডানায় ভাসে !
ঝরণারা ,আপন ছন্দে মুক্ত ছড়ায় ,
স্নিগ্ধ সোপান শান্ত বাতাসে !
দূরে গিরিখাত বেয়ে চঞ্চলা স্রোতস্বিনী ,
নেমে আসে আপন উচ্ছলতায় !
নব যৌবনের জ্যোতি দেখিতে পাই ,
দূর্বার প্রবাহ,গতিমত্ততায় !
অফুরান সবুজে,নীলা সামিয়ানা ,
ধরার শীর্ষে ,আমি মোহময় !
অজানা ফুলের সাজে উপত্যকা,
প্রকৃতির সৃজন ,প্রকৃতি বিস্ময় !
স্নিগ্ধ শোভায়, মেঘেদের আনাগোনা ,
ফাঁকে ফাঁকে, সোনালী হাসি !
আকা বাঁকা পথে,সাজানো ঘরবাড়ী ,
সহজ, সরল মনের অধিবাসী !
No comments:
Post a Comment