রাত্রি হলো
বাণী প্রসাদ নাগ
দিনের শেষে তাকিয়ে দেখি
সূর্য ডোবে গগনে
ঘনিয়ে এলো গোধূলি ধীরে
ছেয়েছে ক্লান্তি নয়নে।
জানি তুমি মৃন্ময়ী
তবুও যে চিন্ময়ী
কত আর দেবে জ্বালা
সয়না মোর পরানে।
ছেয়ে এলো মধুর সন্ধ্যা
কেন রাখ জাগরণে
আর দেরি করছ কেন
নাই মোহ এ নিকেতনে।
সন্ধ্যা গিয়ে রাত্রি এলো
ফুটল তারা আশমানে
খেয়া ঘাটে ভিড়ল তরী
চল নিয়ে তব সন্তানে।
No comments:
Post a Comment