Friday, December 6, 2019


















মধ্যবয়সী

সাহানুর হক


অতর্কিতে কেউ আগন্তুক হয়ে ওঠে
যার ভিতর থাকে সংকেত,
সে এখন মধ্যবয়সী
তাঁর চোখের ভিতর তাজা জ্যোৎস্না
প্রতিফলিত হলে ফুঁটে ওঠে চাষীর বিরল হাসি
আনন্দ আজ অহংকারী হয়ে ওঠার দিন
যে অন্ধকার গুলো উঠোনেই কেঁটে গেছিল
এই সুদিনে ঘরভর্তি শান্তির ঘুমে মিশেছে,
এসো হে 'সুখ' আলিঙ্গন করি তোমায়
মধ্যবয়সীর রুপের খেলা দেখে,
যা নিম্নমুখী সদ্যজাত দুর্বা ঘাসের ডগায়
থই থই,ছলাৎ ছলাৎ...
আশ্চর্য হই,
এবং আশ্চর্য হই,
অক্লান্ত...

No comments:

Post a Comment