Friday, December 13, 2019

























ভালোবাসি তবু....

সুস্মিতা পাল কুন্ডু


যদি কোনোদিন দূরে কোথাও
মন হারায় ; তবে যেও ....চলে যেও ;
দেওয়া কথা ভুলে যেও
শুধু যাবার আগে বলে যেও ৷
পিছু ডাকে আনমনা হলে
সামলে নিও ৷
সামনে পানে এগিয়ে যেও .....
সুখী থেকো 
তোমার হাসি মুখে ঝলকানিতে
বিষাদ যদি নামে ,নামুক আমার বুকে
অশ্রু ঝরে ঝরুক দু'ফোটা
কথা দিলাম
কথায় ঝাঁঝে ছড়াব না পথে কাঁটা ;
শুধু গেলে ....বলে যেও ৷
না বলা কথায় 
মন অকারণে আশায় ,
বড়ো ব্যথা অনুক্ষণ জাগায় 
অপেক্ষায় এ জীবন অকারণ থমকায় ৷


বিশ্বাস থাক ,আশা ভরসাও
স্মৃতি গুলো বড়ো দামী , 
থাক না সবটা জুড়ে ,
শুধুই আমার বিষণ্ণ মনের অন্তঃপুরে ;
চাই না এমন কিছু
যা শুধু মরীচিকা ৷
নিরন্তর ছুটে ছুটে মরা  
তখন চোখে পড়ে কেবলই ক্ষতিটা .....
জীবন তো একটাই 
তোমারটা একান্তই তোমারি হোক ;
আমারটা ?
জল ঝরিয়ে মেঘেরা সরুক
একফালি ঝিকিমিকি তারার সংসার,
আবছা আলোয় উঠুক আবার চাঁদ
স্বপ্ন ভাসুক চোখে , নতুন কারো সাথ 
জীবন তো এমনি ...কত ঘাত ,প্রতিঘাত !
সময় যত এগোয় , 
ব্যথায় প্রলেপ পড়ে 
নতুন কোনো আশায়
মন উড়ান ভরে ;
তাই যদি যাও ,বলেই যেও 
ক্ষতি যতই হোক না কেন ,
জানি....অপূরণীয় ,
চাওয়া এইটুকু, হোক  তবে সহনীয় ...৷৷ 

No comments:

Post a Comment