উন্নাও.....
ছবি ধর
পলাশের রঙ ফিকে হয়ে আসে
কৃষ্ণচূড়া লালিমা খুইয়ে বিবর্ণ হয়।
নিতান্ত বাসন্তী বনাম ঋৎবসন্ত
দুর্দমনীয় খাতক লাক্ষাকীটের তান্ডবে অতিষ্ট
উন্নাও-এর জমিতে রক্তনদী বয়ে যায়।
অশ্রুধারায় ধুঁয়ে যায় রক্তিম সুখ
আগুন আগুন চারিদিকে ধোঁয়া আর শিখা
জ্বলে ওঠে দাহ
এমন করেই কুমারী মেয়ে সর্বস্ব হারায়
ময়দানব পশুদের পাশবিক অত্যাচারের স্বীকার হয়ে।
অনিবার্য মৃত্যু সম্মুখে দাঁড়ায়।
দৌড় ..দৌড় .. দৌড় ...
এক কিলোমিটার গিয়ে হোঁচট খেয়ে পড়ে
আধজ্বলন্ত শরীর --
জীবন ভিক্ষে চায় মানবিকতার কাছে
কিন্তু কোথায় জীবন, কোথায় দয়াবান কে ?
ধরণী উদাসীন, বিমূখ
বিফল চেষ্টা ....
জ্বলে জীবন্ত চিতা ...
চিল চিৎকার শুনতে পায় না আর ব্যস্ত মানুষের দল।
লোর .. লোর .. লোর ....
ব্যর্থ হয় সমগ্র যুযুধান।
No comments:
Post a Comment