Friday, December 6, 2019


















দ্রোহী 
                 
ছবি  ধর  


দ্রোহী হতে চাইনি কোনোদিন ,
 সময় ঘরে ফিরাতে  পারেনি -
  সে তোমরা  বুঝবে না  -----
কি ভীষণ দাবানল ------
       পুড়েছি  আমি  একলা  সে  আগুনে l

কালো মেঘের অন্তর জানে কেবল সে কথা l


এক মুঠো সুখ 
এক আঁচল  শান্তি ,
এক সমুদ্র  ভালোবাসার টানে  --
                সর্বহারা   নারী  l
সিম্প্যাথি  নয়  --
নুয়ে পড়া আত্মমর্যাদাটুকু 
কুঁড়িয়ে নিয়ে  গিটে বেঁধে আজ আমি  সুফি l

 উস্কো খুস্কো  এক মাথা চুল --
  জীর্ণ  আঁচল  --
 ধূলোমাখা নগ্ন পায়  আজ 
করি  মাধুকরী  !
পার্থিব  সুখ   যে  ধু ধু মরীচিকা  l

পথিক  মুখ ফিরিয়ে  যায় -- 
   সার্বিক    নিরাপত্তা    কাম্য --

                   চিৎকারে  বলি ---------
আমি ভিখারী  নই  ...
আমি ভিখারী  নই ...

বাউলিনি  আমি  কৃষ্ণের  সই  
মীরা  আমি  কৃষ্ণকথা কই   ll

No comments:

Post a Comment