Thursday, February 6, 2020





হেঁটে গেছে সে 
মহন্ত বিশ্বাস মোহন 

হেঁটে গেছে সে আমার শৈশবের পথ ধরে 
সাথে নিয়ে গেছে আমার সবটুকু শখ আহ্লাদ 
আর যাবতীয় বেখেয়ালী খেয়াল, সকল আস্কারা ;
নিয়ে গেছে সুখ, নিয়ে গেছে উৎসব 
নিয়ে গেছে প্রিয় বান্ধব,নির্ভাবনার বেলা 
সব নিয়ে হেঁটে গেছে সে 
আমার শৈশবের পথ ধরে হেঁটে গেছে যে ।

কতবার পিছু ডেকেছি, বলেছি একবার ফেরো  
অন্তত একদন্ড দাঁড়াও ।নিয়ে গেছ যা কিছু 
নাইবা ফেরালে তার কিঞ্চিত; শুধু সেই অমলিন
আমার মায়ের নিরাপদ কোলের আশ্রয় অথবা
সেই নিবিড় নির্লিপ্ত আঁচল ছোঁয়া  ঘুম 
অন্তত সেই ঘুমটুকু ফেরত দিয়ে যাও ।

দিল না, দেয় না 
দাঁড়াল না, দাঁড়ায় না, শুধু চলে যায়, শুধু চলে গেছে 
আমার শৈশবের পথ ধরে চিরতরে হেঁটে গেছে সে ।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment