Thursday, February 6, 2020




দুটি ছড়া
রথীন পার্থ মণ্ডল

১. নেংটি ভূত

রাত্রিবেলা ঘুমিয়ে তখন রান্নাঘরে ঝনঝন,
এতরাতে ঘরের মধ্যে ঢুকল আবার কোন্ জন?
বুবাই বলল, এত রাতে আসতে পারে চোর,
আমার তখন ধীরে ধীরে কাটছে ঘুমের ঘোর।
টুকাই বলে, যাসনে দাদা পাচ্ছি ভূতের গন্ধ,
আমি বললাম, ভূত দেখতে লাগবে না রে মন্দ।
ধীরে ধীরে পা টিপে যাই যেই জ্বেলেছি আলো,
ভূতের বাচ্চা ? নেংটি ইঁদুর অমনি পা-লালো।
বলল টুকাই,দাদার দেখছি সাহস আছে বটে,
ভূতের নামে এমনি করেই যায় ইচ্ছে তাই রটে।


২. হাইটেক ভূত

কাছে কাছে থাকো সব ভূত,দেয় উঁকি
ভূত বলে তোমরাও ভয় পাও নাকি!
যুগ এটা হাইটেক আমাদের ভয়
ছেলেমেয়ে বলে, ওরে ভূত কারে কয়!
মাউসে-তে আঁকে ভূত, কম্পিউটারে
ফুটে ওঠে কিম্ভূত সব মনিটরে
ভূত যদি শিখে ফেলে এইসব কাজ
ভাত যাবে মানুষের সেই ভয় আজ!
ভূত জাত,শেখে দ্রুত,অলস মানুষ
যাই পায়,তাই খায় অল্পেতে খুশ
ভূত হাসে মোবাইলে,হিমেশের গানে
মিস কল মানে আজ ভূত বেশ জানে
হাইটেক ভূতে দেখি, ছেয়ে গেল দেশ
সাইবারে কফি খায় রিংটোনে কেস।




মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment