অন্তর্লীন শব্দের নক্সা
রীনা মজুমদার
একজন শিল্পী, সামনে তার দিগন্ত বিস্তৃত
দুটি পাতা একটি কুঁড়ির দেশ
আমাকে অবাক করে, এক স্বর্গীয় ক্যানভাস
শিল্পীর চোখ সবুজে, জীবন্ত
রমনীর পিঠে বাঁধা এক কালো মেয়ের
ঠোঁটের কোণে অরূপ হাসি,
নয় কল্পনা, শিল্পীর রং তুলির আঁচড়ে
সযত্নে লালিত হচ্ছে সে সৃষ্টি ।
আমি থমকে দাঁড়াই
শিল্পী ও শিল্পের অন্তর্গত বোধের মাঝে,
শব্দবিদ্ধ করে আমাকে ।
আমি তো কেউ না,
শুধু অন্তর্লীন শব্দের নক্সা বানাই
মাটির উপর টুকরো ছবি যাপন করি..
বন্ধুত্ব আমার শব্দের সৃজনে
সে শব্দের সাথে আড়ি দিতে পারি !
No comments:
Post a Comment