ফাগুন অধ্যায়
ছবি ধর
১
নদী আর কাশবন অতি পরিচিত অধ্যায়
ফাগুন পলাশ শিমূল যেমন বসন্তের আঙিনায় l
২
আগুন ভাত ফোটায় -- দাবানল যখন ; মানতে পারিনা l
দুরন্ত সওয়ার - ঘোড়া যখন খোঁড়া ; মানতে পারিনা
৩
আত্মচেতন আবেগ প্রতিঘাত টন টন
আঙুলের ফাঁকে গলিত সময় শেখায় অধ্যয়ন l
৪
রবীন্দ্রনাথকে ভালোবেসে গীতাঞ্জলি বুকে
আমি হাসিমুখে জীবন দিতে পারি l
আবার আবার এই পৃথিবীতে জন্মাতে পারি l
|
No comments:
Post a Comment