Thursday, February 6, 2020





আমার  দেশ ভারতবর্ষ আমার জন্মভূমি 


সুবীর সিংহ রায়




আজন্ম দেখছি উত্তরের উত্তুঙ্গ হিমালয় দক্ষিণে লীলাচঞ্চল ঢেউ নৃত্যপরা মহাসাগর
পুব পাহাড়ের মাথায় প্রথম সূর্য ওঠে সোনার আভা ছড়িয়ে,ধূ ধূ কাঁটামরুভূমি পশ্চিম জুড়ে
আর তোমরা মানচিত্র শিখাছো বেড়া টেনে টেনে! 

গঙ্গা যমুনার অলিন্দ নিলয়ে ছুটছে জীবনধারা উদ্বেল, 

ভিজিয়ে দিয়ে যায় শস্য খেত দুই ধারে, 

উর্বরাগর্ভজাত খাদ্যরসে বাঁচে আপামর আর দেশ চেনাচ্ছ আসল রূপ অন্ধকারে ঢেকে  ! 
আর্য অনার্য শক হুন আগমন ভারত ভূমে 
হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্ট পার্সি ইসলামী 
ওঠাবসা খাওয়াদাওয়া  উৎসবে পরবেে উদযাপন জলুস রোশনাই বিহার সচ্ছন্দ
আনন্দ ভাগাভাগি,  প্রেম বিনিময় একে অপরে-- এইতো আসল চিত্র।   
এ পাড়ার বিমলা মাসি, কঠিন পীড়া এখন তখন,  


ও পাড়ার রহমত আলির শরীরের বিশুদ্ধ রক্ত হাতিয়ার করে যুদ্ধ জিতে হাসিখুসি সরলা মনে 
আর দেশপ্রেম বোঝাচ্ছ আকথা কুকথা বলে!

মন্দিরে  মন্দিরে কাঁসরঘণ্টা, শঙ্খধ্বনি মঙ্গল
আজানী সুর শুনি ভোরের বাতাসে আর্মানি গীর্জার  বিশাল ঘন্টা, শাদা যীশুর গম্ভীরবানী
বুদ্ধগুম্ফায় ঘিয়ের প্রদীপ, ধর্মচক্র হাতে ঘোরে সন্ন্যাসী উপগুপ্ত
আর দেশ চেনাচ্ছ দ্রোহ অধর্ম বুঝিয়ে ! 

নগ্নপায়ে কৃষক হাঁটে আগুনজ্বালা পথ সুদীর্ঘ 
ভুখা পেট গলাফাটানোপ্রতিবাদ  ভাত চেয়ে
হাড়ভাঙা খেটে ঘুমহীন চোখ উৎবেগ উৎকন্ঠ শ্রমজীবী, দুঃস্বপ্নে আচ্ছাদিত আচ্ছাদিন দ্যাখে
অরণ্যবাসী বনচর উচ্ছিন্ন,খাদ্য খোঁজে দাউদাউ জঠর। আর দেশ দেখাচ্ছ বিদেশ বিভুঁইএ যেয়ে! 






মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

No comments:

Post a Comment