Thursday, February 6, 2020





নীরব হ'য়ে থাকবে কতক্ষণ?
সুব্রত নন্দী 


গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে ওরা,
স্বৈরতান্ত্রিক হস্তক্ষেপে বেসামাল পরিবেশ,
সঠিক অধিকারের স্বীকৃত মাপকাঠি কী?
অনাবশ্যক বন্ধনীতে কারারুদ্ধ হচ্ছে মানবশক্তি।

জীবনের দেউলে জীবন নিরুত্তর অধিকার বোধে,
সংবিধান কেন নিরুপায় অস্তিত্ব রক্ষার আহ্বানে?
নিজেকে সুরক্ষার কবচে প্রতিষ্ঠিত করো না আর!
অমাবস্যার সাথে সম্পৃক্ত হতে হবে তবে  আগামী দিনে - 

সময় হয়েছে তোমার নীরবতার শৃঙ্খল ভাঙার,
ভেঙে ফেলো সম্মুখের অনতিক্রম্য প্রতিবন্ধকতা,
প্রতিবাদী কণ্ঠের আওয়াজে মুখরিত হোক  পথঘাট,
সমষ্টিগত সোচ্চারে যদি গণতান্ত্রিক অধিকার ফেরে!



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬


No comments:

Post a Comment