Thursday, February 6, 2020




সব মিথ্যে মিথ্যে নয় 
    রুপক রায়

এই যে আমি এখানে
সবাই মুখ ফিরিয়ে চলে যায়...
হ্যাঁ আমিই! এখনো বেঁচে আছি
কবিতার মরুময় মরীচিকায়,

সব ভোরের পাখি যাক মরে
হোক পৃথিবী ধ্বংস
শোনেনা তাদের গান আজ কেউ
সবাই নিজের গানে ব্যস্ত,

ঘুম ভাঙে হঠাৎ বিস্ময়ে
চারিদিকে শব্দ, প্রচন্ড শব্দ!
জেগে থাকি মাঝরাতে 
প্যাঁচার ডানার শব্দে অন্ধকারের গন্ধ,

অন্ধ গলিতে আত্ম-চিত্কার
ফিরে ফিরে আসে বারবার 
রক্তের শ্লোগান শিরায় শিরায়,
তবু বেঁচে আছি টিকে থাকার দলে


                    জীবনের অর্থহীনতায়।



মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬

রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা 
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬


No comments:

Post a Comment