Sunday, July 12, 2020



বিছিন্নতা 
নির্মাল্য ঘোষ 

এভাবে নিজেকে বিছিন্ন করে 
একটা হতাশা আঁকা...
অথচ আমার প্রতিটি আত্মবিশ্বাসে তুমি আমি হয়ে ঘোরাফেরা কর...
আমার প্রতিটি বিচ্ছিন্নতায় নিজেকে টাঙিয়ে রাখি 
শুকিয়ে যায় আলগোছে...
অত তাড়াতাড়ি শরীর আসে না, বিরক্ত আসে...
তাওয়াতে আসতে আসতে রুটি সেঁকার মত মন সেঁকতে হয়...
তারপর দূরত্ব তৈরি...
এক গোছা শরীর বিছিন্ন মুক্তি চারপাশে উড়ে বেড়ায়...

No comments:

Post a Comment